সেদিন ছোট্ট লতার চোখ দু’টি দেখি টক টকে লাল
গণিতে, এক কম পেয়ে শতকে,করেছে এমন হাল;
কাছে ডেকে বলি,যারা তবে করেছে ফেইল
তাদের কি ? FAIL যারা মনক্ষুন্ন কেন?
এর অর্থটা বলি হে,মন দিয়ে শোন
সেতো:First Attempt In
  Learning জেনো।
  আচ্ছা,  বলো তুমি
এ N0 মানেটা তবে কি?
অর্থ এর Next Opportunity।
এবার বলো END শব্দের অর্থ কি তবে?
Efforts Never Die প্রচেষ্টা বিফল হয় কি ভবে?
ধীরে ধীরে মা মনি লতা যেন স্বস্তিতে মাথা তুলে বসে
আনন্দ উচ্ছ্বাসে আঁখি জল মুছে সে খিলখিলিয়ে হাসে।
          
                        রম্য কবিতা
                        রচনা:২০১০

            (নেপথ্য কথা: ভারতের সাবেক
   রাষ্ট্রপতি প্রখ্যাত বিজ্ঞানী ডঃ আবুল কালাম
    উৎসাহ প্রদানের জন্যে প্রায়ই শব্দগুলোর
                এমন অর্থ করতেন।)