কলম,তুমি যখন সুকান্তের হাতে
শত গর্বে যেন ফেটে পড়
সাধ্য কার বলে তুমি ‘জড়’
বিরক্তি নেই তোমার এতো খাটুনিতে।
কখনো যেন তুমি ধারালো তলোয়ার
ঐ সুকান্তের মত কবির হাতে
ভীত সবাই তোমার গর্জনেতে
সুযোগ খুঁজে শত্রুরা পালিয়ে যাবার।
মুখখানি দেখি মলিন সুকান্ত ছাড়া
শুনতে হয় কথা কৌতুক ভরা
হোক সুন্দর অতি কবিতা ছড়া
তখন তুমি যেন বিমর্ষ, দিশেহারা।
সবাই জানি তুমি বড়ই শক্তিমান
বোদ্ধা হাতে রচ কাব্য অনুপম
যেন একটি সে মিসাইল ব্যোম
বিকট ধ্বনিতে ফাটো,পৃথিবী কম্পমান।
(সুকান্ত ভট্টাচার্যের ‘কলম’
কবিতা অবলম্বনে)