ড-ডুবুডুবু এ চারিদিক আজি হিংসা দ্বেষে
ঢ-ঢং রং ছলখেলা চলে নিত্য চারিপাশে;
ণ-ণেহ ভালোবাসা সবি যেন কেমন নকল
ত-তৌহিদে অবিশ্বাসীর দল,তারাই সফল।

থ-থাবা জানি পশুদের,মানুষও দেয় থাবা
দ-দগ্ধ কত থাবায়,খোঁজ রাখে তার কে বা।
ধ-ধুকধুকি সবারই মনে লেগে রয় গেঁথে
ন-নবোদয়ে মানব মুক্তি কে জানে কোন পথে?

প-পঙ্গু হয়ে গেছে এ সমাজ,ধরেছে পচন
ফ-ফুরসুত, তাড়া নেই কারো, করে তা দমন।
ব-বকুল ঘ্রাণের মত ভরে তখন চারিদিক
ভ-ভাষণে এত মধু গন্ধ,ভুলি দিক বিদিক।
                                        
                                         ক্রমশ ---