রোজার শেষে ঐ দ্যাখো এলো বাঁকা চাঁদ
যেন বলে ‘ঈদ মোবারক’ হেসে হেসে;
কেনাকাটা ধুমে, কারো রয় কিছু বাদ
মনখানি তাই বেজায় খারাপ শেষে।
দ্যাখো চাঁদের আড়ালে তার বাঁকা হাসি
বেদনা মাখা সুর, কেমন ঢেউ খেলে;
যারা শুধু এক খানি রুটির প্রত্যাশী
দ্বারে দ্বারে ঘুরেও, এ দিনে নাহি মেলে।
ঈদ এলেই শুধু, মনে জাগে সবার
আত্মীয় পরিজন, কেনাকাটার কথা;
ভাবে না আহ্লাদ, ভাই বোন মা’ বাবার
পাড়া পড়শির উপবাস কান্না ব্যথা।
কি ছুটাছুটি, ভরা জাহাজ ট্রেন বাস
হেন তাজিম, মনন হোক বারো মাস।
চতুর্দশপদী কবিতা