আধুনিকতার নগ্নতা দেখি আজি অহরহ
কেউ বলে এসব নাকি শতাব্দীর সভ্যতা;
বিজ্ঞানীরা হয়ত খূঁজে পাবে গ্রহ উপগ্রহ;
পাবে পৃথিবীর চেয়ে সভ্য জাতির জন্মকথা।
কান পেতে থাকি ভালো খবরের প্রত্যাশায়;
কিছুই না পাই,নাকি আমিই হয়েছি বধির;
মৃত্যু,মর্মান্তিক দৃশ্য দেখি কাগজের পাতায়
শুধু ভাবায়,চৌচির হয় এ হৃদয় প্রাচীর।
সেদিন দেখিনু,দৃশ্য একখান বিভীষিকা
নবজাত শিশু এক পড়ে,ঐ ফুলের টবৈ;
পাশেই দাঁড়িয়ে সুরম্য বহুতল অট্টালিকা
এ পাশবিকতা,নাকি এ আধুনিকতা তবে ?
জীবন এ জন্ম দিয়েছিল যেন পশুর মত
নগ্নতায় তবে বেঁধেছিল এক তাসের ঘর;
পশুত্বও হয়ত বা ছাড়িয়ে গেলো মনুষ্যত্ব
করলে এমনই ব্যভিচার,না সভ্যতার ডর।
নিষ্পাপ প্রাণ করে নিক্ষেপ,যেন ফেলে থুতু
না এলো মমতা মনে,না এলো জল চোখে;
যেন ছুঁড়ে ফলে দিলে ছেঁড়া জীর্ণ পুরনো জুতু
সভ্যতার মুখোশ পরে এ লাথি কার মুখে ?