এক
(হেসে উঠে পৃথিবী)
প্রতিদিন সূর্য উঠে ঐ পূব আকাশে প্রভাতে
হেসে উঠে পৃথিবী,বেদনায় ডুবে রয় রাতে;
আনন্দে তৃণ চোখে জমে শিশির
উল্লাসে পাখি করে কিচির মিচির
আঁধার পালিয়ে যায়,রোদের হৈ হুল্লোড়েতে।
দুই
(হৃদয়ের বোঝা)
যা কিছু রটে এ ভবে,তাই তো আমরা শুনি
বাকি যা ঘটে,কতটুকুই বা দেখি আর জানি;
অলি গলি কোণায় কোণায়
কত কান্না কত জ্বালা লুকায়
জানলে বুঝতে,হৃদয়ের বোঝা কতখানি।
লিমেরিক ছন্দ:ক ক খ খ ক
রচনা:২০১১