এক
আসলে আজিকার এ ভালোবাসা
  হাতে হাত রেখে কথা বলা;
মিথ্যে স্বপ্ন,গরল পথের দিশা
  স্বার্থ শেষে চেপে ধরে গলা।

                দুই
অস্তিত্ব সবার,বাতাসের চাল
  মিশে যাবো ওখানেই শেষে;
ঘুরে বেড়াই এ আকাশ পাতাল
  রয় বন্ধু বেশে সদা পাশে।

                তিন
খুঁজে ফিরি এতটুকু সে ঠাঁই
    তাই তো পথ চলি;
ঈশ্বরের কাছে চেয়ে বেড়াই
    নিবিষ্টে হাত তুলি।

                চার
ককটেল,বোমা ফুটে রাজপথে
  তাই হৃদয় কাঁপে থর থর;
যারাই করছো এসব নেপথ্যে
  তোমরাও আপন,নহ পর।

                পাঁচ
বড়রা বলে,তোমার ও আমার
    চলছে প্রেম নাটক;
কিসের লাগি এ জগৎ সংসার
    সবই তো অনর্থক।