এ জীবন যেন অঙ্কুরিত বীজ ক্ষুদ্র
দু’দিন পরে গজায় সে পল্লব কত;
নৃত্যে খায় দোলা, অন্তরে স্বপ্ন সমুদ্র
ফুটে যে তাতে বিচিত্র ফুল ফল শত।
ভূমিতে শিকড় দৃঢ় হয় ধীরে ধীরে
করে প্রতিহত ঝড়, প্রকৃতির খেলা;
জয়ধ্বনি রবে, কিশলয় নত শিরে
নাচে বসন্ত সাজে হাতে সে ফুল মালা।
শুরুতে তো সবাই নগণ্য এ সমাজে
কত আলোর আনাগোনা তবু কৈ আলো?
চারিপাশে আঁধার, বাধা বিপত্তি কাজে
না মিলে প্রেমপ্রীতি না বাসে কেউ ভালো।
ফল ফুলে ভরে কখনো তবে রঙিন
ধরার সকলে তখন বাজায় বীণ।
চতুর্দশপদী কবিতা
রচনা:২০১১