(জাপানে প্রচলিত ‘হাইকু’
      জাপানি কবিতা)

       এক
    বস্ত্র শ্রমিক
না পায় মূল্য শ্রমে
   তাই ঐ চিক।

       দুই
   হলে যে বৃদ্ধ
সবার বীতশ্রদ্ধ
   হবেই জব্দ।

       তিন
   তোমার মুখ
যেন এক আরশি
   দেখায় দুখ।

       চার
   দ্যাখো ঐ চাঁদে
রাতে মধুর হাসি
   দিবসে কাঁদে।

       পাঁচ
   প্রেম মমতা
করে বিনষ্ট, কারো
  নেই ক্ষমতা।

       ছয়
   যত চেয়েছি
যদি বলি পেয়েছি
   সে মিছিমিছি।