যেখানেই যাই,হই অভিভূত
সাজিয়েছেন অন্তর্যামী কিভাবে এতো!
    পাহাড় পর্বত,সমুদ্র সৈকত
কোথাও আবার ছায়াবীথি সরু পথ।

    কেহ পায় এখানে কত সম্মান
আবার শুধু অবজ্ঞা আর অপমান।
    কারো তরে বর্ষে কত পুষ্পমালা
কারো সাথে ধোঁকা সে বঞ্চনা খেলা।

    হাজারো বর্ষ চলে এ সুখদুখ
বন্টনে হয় না তাঁর কভু ভুলচুক।
    পৃথিবীর হাটে হেন বেচাকেনা
দুঃখ উচ্ছ্বাসের চলে এ দুরন্তপনা।

    কালের স্রোত বহে অবিরত
এত ভিড়ে অপরিচিত অজানা কত;
    তবু তো স্থবির হয়ে নেই কিছু
হচ্ছে জনম মৃত্যুও তার পিছু পিছু।

    যারা দুখী পথ চলে কেঁদে কেঁদে
সুখী যারা,তারাও চলে দর্পে অবাধে।
    অনন্তকাল চলবে সবি এমন
নশ্বর এ পৃথিবীতে এই তো জীবন।

         রচনাকাল:২০১২