এক
বসন্তের দিন,থাকে অল্পদিন
   এই আছে এই নেই;
মানুষ জগতে সতত সঙ্গীহীন
   একা আসা ফিরে সেই।

              দুই
আধুনিকতা শব্দের অর্থ যে কি
   মতামত সবার ভিন্ন;
পুরনোকে নাক সিটকানো নাকি
   না মাটির সম্পর্ক ছিন্ন ?

              তিন
আমরা এখন তবে আছি কোথায়
   সবুজ শ্যামল দেশে ?
না ত্রাস,ভয়ভীতি,জীবন শন্কায়
   এমন কোথাও বিশ্বে ?

              চার
সবার শেষ ঠিকানা একটি
    সাড়ে তিন হাত কবর;
যেখানে নেই উন্মুক্ত উঠোন
    নেই সে মুক্ত পরিসর।

              পাঁচ
নির্বাচন,নির্বাচিত,ভোটের খেলা
   জয় উল্লাস ফাটাটাটি;
যেন এ সম্পদ ভাগাভাগির মেলা
   জনতার স্বপ্ন সে মাটি।