ঝর ঝর শব্দে চারিদিক দোলায়িত
নীল ঐ আকাশে অভ্র নৃত্য ঝংকারে;
অবলুপ্ত চেতনায় হই পুলকিত
শুনি গুরু গুরু ধ্বনি দিন রাত ভরে।
যে ধূলি, জরা আশায় বেঁধেছিল বুক
এ সবুজে আর এ তৃণলতার সনে;
সখ্যতা তছনছ, হৃদয়ে তাই শোক
সজীবতা নির্মলতা আজ কোণে কোণে।
মা’র আঁচলে, তারাও ছুটে যেতে চায়
বৃষ্টিতে ভিজে লুটবে মজা, কই পারে?
মমতা মাখা সে চোখ এড়ানো না যায়
লভে তাই গৃহে, বৃষ্টি ছোঁয়া শ্বাস ভরে।
ধরিত্রী এ আষাঢ়ে করে যে বৃষ্টি স্নান
কত প্রফুল্ল ধরা, পাই মাটির ঘ্রাণ।
চতুর্দশপদী কবিতা
রচনাকাল:আষাঢ় ৪,১৪২১