এক
(সোনার বাংলা)
আমার এ দেশ মা’,আমার সোনার বাংলা
কোথাও নেই এমন দেশ, সুজলা সুফলা;
মা’ গর্ভধারিণী দিয়েছেন ভাষা
স্নেহ মমতা মায়া ভালোবাসা
বাংলা এ মা দিয়েছে শ্বাস বাস জীবন ভেলা।
দুই
(কেবল দীর্ঘশ্বাস)
শুধু কোলাহল আর হৈচৈ কেবলই হা হুতাশ
নেই স্বস্তি আজকাল,নেই কারো একটু অবকাশ;
বাঁচার যুদ্ধ চলছে অবিরাম
ফেলছে মানুষ মাথার ঘাম
কোথায় শান্তি তবু ? জমে বুকে কেবল দীর্ঘশ্বাস।
লিমেরিক ছন্দ:ক ক খ খ ক
রচনা:২০১১