রিম ঝিম নাচে মেঘ বালিকা চঞ্চল
শুনি নূপুর ধ্বনি বিজলী ঢাক ঢোল;
ঐ আকাশও যেন উচ্ছ্বাসে ছলছল
পশু পাখির হৃদয়েও সে কি হিল্লোল।
চারিদিকে জল, মুখর ব্যাঙের গানে
দমকা বাতাস এসে বাতায়ন পাশে;
ডাকে যেন আমায়, খেলি বৃষ্টির সনে
সবুজে রূপবতী ধরা লজ্জায় হাসে।
বারান্দায় দাঁড়িয়ে বাড়াই হাত দু’টো
পেতে চাই তারই উষ্ণ কোমল ছোঁয়া;
সে কি ! গায়ে ছুড়ে মারে বৃষ্টি এক মুঠো
যেন ঢেলে গেল কত ভালোবাসা মায়া।
বার বার হেন বরষার আয়োজনে
ভাসিও আমাদের তব প্রেম গুঞ্জনে।
চতুর্দশপদী কবিতা
(বরষার আয়োজনে)