সেদিন ছোট্ট লতার মুখখানি
দেখায় বড্ড মলিন কেন জানি;
শুধাই তারে, কি মা’ হয়েছেটা কি
বলে, দুর ছাই কি রয়েছে বাকি?
মাঝে মাঝে এ কবিতা কাব্য পড়ে
টানতাম তৃপ্তি শ্বাস বুক ভরে;
আজ খুঁজতে হয় সে অভিধান
দাঁতভাঙ্গা শব্দ করেছো আদান।
ছেড়ে দেব পড়া বুঝি না যে কিছু
আর নয় চলা কবিতার পিছু;
খেলি পুতুল খেলা বকুল তলে
সেথা আছে পাখিরা কদম্বডালে।
ওরা সাদাসিধে, মনে নেই জটা
প্রেম বলে ইশারায় নেই ঘটা;
না গো মা’ বিষয়টা এমন নয়
তোমরা নবীন করবে ভাষা জয়।
নিয়ত নূতন শব্দ হৃদয়ে গেঁথে
উড়বে স্বপ্ন রাজ্যে বিচিত্র পথে;
জড়িয়ে ধরে বলে, মুখেও হাসি
লতাকে নাকি ভালোবাসি বেশী।