শেষ কবে তুমি এসেছিলে নেই মনে
গেছি ভুলে হে মেঘ বালিকা;
সাদা কালো মেঘের ছড়াছড়ি গগনে
নিশ্চুপ তবু, এ অহমিকা ?
ঝিরি ঝিরি বাতাসে মৃদু মধুর ছন্দে
হিমেল বাতাসে যে মিতালী;
পর যে টুপটাপ বৃষ্টি হয়ে আনন্দে
যেন ঝর নৃত্যে খেল হোলি।
তোমার ছোঁয়ায় আইবুড়ো নেচে উঠে
সবার মুখে দেখি সে হাসি;
এসেছ নিয়ে প্রেম জোয়ার মাঠে ঘাটে
তুমি কুমারী প্রেম বিলাসী।
দেখ ঐ যে ব্যাঙ লাল শাপলার পাশে
বসে শুনছে বৃষ্টির গান;
ঐ দূরে কোমল পদ্ম ফুল কত হাসে
যেন সবি কবিতার প্রাণ।
গ্রীষ্মের তাপদাহে এ পৃথিবী উত্তপ্ত
সবুজ প্রান্তরও শুকনো;
মাটি ফেটে চৌঁচির, বৃক্ষরাজিও ক্ষিপ্ত
তুমি যে বৃষ্টি, বাঁচার স্বপ্ন।
তৃষিত ধরা পান করে সে বর্ষা জল
পায় শীর্ণ তৃণ প্রাণ ফিরে;
খরায় পীড়িত শুষ্ক মাঠ পায় বল
রস প্রাচুর্যে ধরাকে ঘিরে।