বছর ঘুরে আবার এলো রমজান
দ্যাখো গগনে সে ঐ বাঁকা চাঁদের হাসি;
আত্মশুদ্ধির প্রভায় হই দীপ্তিমান
মুছে ফেলি, হৃদে পঙ্কিলতা পাপরাশি।

এতো নয় গো শুধু উপবাসের মাস
বিত্তেরা যেন করে উপলব্ধি, কি জ্বালা !
যাদের ঘরে নেই ভাত, যে উপবাস
কি কঠিন তাদের এ সংসার মেলা।

এ মাসেই তো এসেছে আল কুরআন
বাণী , প্রেম প্রীতি মমতায় কাছে টানি;
মানুষই শ্রেষ্ঠ, মানুষই তো মহান
ফুটাই তবে হাসি যাদের আছে গ্লানি।

এই মাসেই তো রয়েছে শবে কদর
চলো মাগি, বহুক বিশ্বে শান্তি নহর।

             রচনা:২০১১