এক
মানুষ এখন মানুষ নয়
  হয়েছে বড়ই লোভী;
কখনো যেন ভয়ার্ত বিড়াল
  হিংস্র বাঘের ছবি।

          দুই
তাহলে আমার বুঝি
  জন্মই অকারণ;
যার হাতখানি ধরি
  করে সে পলায়ন।

          তিন
বিদেশে যাবার হিড়িক যেন
  কেউ রবে না দেশে;
এমন সোনার দেশ কোথায়
  চলো থাকি মিলে মিশে।

          চার
তুমি আমি বসি যখন
কাছাকাছি মুখোমুখি;
কদম্ব ডালে পাখিরাও
করে যেন মাখামাখি।

          পাঁচ
কেন করো সুখের ঢং
  দুঃখ রাখ চেপে ?
সে কাল বৈশাখী ঝড়ে
  কার না বুক কাঁপে ?