কেউ কি বলবে গো আমায়
কি যাদু মন্ত্র লুকিয়ে সেথা
সে ঐ আকাশের নীলিমায় ?
কষ্ট যত চেপে রয় বুকে
শিশির হয়ে জমে তা চোখে
কার সে অবসর বলি কাকে ?
যেন ঠিক বুলেটের মতো
স্মৃতি কিছু হৃদে যায় বিঁধে
রক্ত হয়ে ঝরে অবিরত।
অসহ লাগে এ লোকালয়
পালিয়েও পারি না বাঁচতে
এমনি নিঠুর ধরা বলয়।
প্রশান্তি যেন মিলে সেথায়
থাকে না অবশেষ কষ্ট রেশ
যখন তাকিয়ে ঐ নীলিমায়।
রচনাকাল:২০১৩