আজ তবে কত দিন পরে তুমি এলে
আকাশেও দেখি তাই ঐ অভ্রের মুখ;
হয়েছে শুরু আনন্দ উচ্ছ্বাস ভূতলে
কখন যে রাখবে পা, সবাই উন্মুখ।
অশান্ত হৃদয় সবার, অতি ব্যাকুল
কখন যে শুরু হবে ঝর ঝর নৃত্য;
জরা শুষ্কতা দাহে ভরা এ ধরাকুল
পুলকিত মুহূর্ত সজীব হবে নিত্য ।
কত ব্যথা নিয়ে বুকে খরা তপ্ত ধরা
প্রতীক্ষায় কাটায় কত রাত্রি দিবস;
বইবে কখন সিক্ত স্নিগ্ধ সুখ ধারা
রিম ঝিম সুর গানে শান্তির পরশ।
সবুজে সজীব ধরিত্রী, এ বৃষ্টি স্নানে
কি মধুর হাসি হাসে, দোলা লাগে মনে।