এক
           (এ জীবন নদী)

সবাই যায় চলে,পড়ে থাকি আমি একা
এই নাকি রীতি,এ ছক তবে কার আঁকা;
         আজ হাসি কাল কাঁদি
         কেমন এ জীবন নদী
চলছে যে ধেয়ে,সর্বদাই আঁকাবাঁকা।

                  দুই
          (তাঁর নখদর্পণে)

আল্লাহ্ ঈশ্বর করেছেন সৃষ্টি এ ধরা
সবি তাঁর নখদর্পণে তিনিই যে সেরা;
         যা পেলে তারই দান
         মান সম্মান অপমান
সাধ্য কার কিছু নড়ে তার নির্দেশ ছাড়া।