(জাপানে প্রচলিত ‘হাইকু’
     জাপানি কবিতা)

        এক
    বৃষ্টির হানা
ভিজে দীনের ত্যানা
   নীরব কান্না।

        দুই
   ভালোবাসা কি
সে খিল খিল হাসি
   কখনো ঝুঁকি।

        তিন
   ভজলে জ্ঞানী
মিলে সে তত্ত্ব চাবি
   লালন বাণী।

        চার
   সাধ্য তোমার
ফিরবে অন্যপথে ?
   সে মৃত্যু দ্বার।

        পাঁচ
    সময় ক্ষণ
না দাঁড়ায়, না শুনে
   কারো ক্রন্দন।

        ছয়
   এই পৃথিবী
নরক যেন,কারো
   স্বর্গের ছবি।