সকাল সন্ধ্যে কখনো নিশি রাতে
খুঁজি আমার কবিতা উপাখ্যান;
কখনো দেখি হাসিতে রয় মেতে
কাছে আসে কভু দূরে, করে ভান।
আমার এ কুঁড়েঘরে শুধু আছে
খিড়কী একটি, আর কিছু নেই;
আছি আমিই সবাই চলে গেছে
উত্তরাধিকার ভাগ, আজো সেই।
সারা বেলা বৃষ্টি দেখি রৌদ্র দেখি
পথে হাটতে দেখি মানুষ কত;
দেখি বৃক্ষে বসে দু’একটা পাখি
কবিতাও, আড়ালে থাকে সতত।
দূরে আজো দেখি নীল আকাশটা
ঐ মেঘেদের হটাৎ ঝরে পড়া;
যেমন হারিয়েছি কাব্যিক মনটা
জ্বলতে জ্বলতে ঝরে পড়ে তারা।
দেখা যায় দূরে ঐ যে ইটের ঘর
কৈ সবুজ,পড়ে আছে বিরান ভূমি;
কবিতাও যেন ভালোবাসে ঐ ঘর
কৃষাণ আর বেড়ায় না শস্য চুমি।
এতো বিবর্তন, উন্নতির ঊর্ধ্বগতি
চারিপাশ ভরা আজ যে কংক্রিটে;
হারাবে আমারও কবিতা প্রীতি
কখন জানি হারাবো মাটি ভিটে।
রচনাকাল:২০১৩