চলে গেলে আমি,কি থাকবে এ ভুবনে
প্লাবনের জল নেমে গেলে
যেমন খড়কুটো যায় ফেলে
রেখে যায় কত তার পলি
যেন তা কৃষাণের স্বপ্নবালি
আমার কি রবে,রাখবে আমায় মনে ?
চলে গেলে আমি,কি থাকবে এ ভুবনে
বাতাস বয়ে বেড়াবে আকাঙ্ক্ষা
কড়া নাড়বে দ্বারে স্মৃতিকথা
ভাসবে চোখে কবিতার পাতা
তব হৃদয়ে মোচড়াবে ব্যথা
রাত ভরবে শুধু ঝিঁঝিঁ পোকার গানে।
চলে গেলে আমি,কি থাকবে এ ভুবনে
থাকবে সেতো আমার তুমি
থাকবে এ ভিটা জনম ভূমি
থাকবে কিছু সে হাহাকার
অপূর্ণ অভিলাষ চিৎকার
মানুষ ভাববে শুধু সে কঙ্কাল কাননে।
রচনাকাল:২০১১