এক
           (কেউ রক্ত পিপাসু)

সবাই বলে ‘নিষ্পাপ শিশু,নিষ্পাপ শিশু’
আসলে এ নবজাতক ওরা যেন যিশু;
     বয়সে বুদ্ধি বাড়ে,দেখে আলো
     নিষ্পাপ কি থাকে,হয় সে কালো
বিবর্তনে কেউ সাধু কেউ রক্ত পিপাসু।

                     দুই
           (পাথরে গড়া শহরে)

চাও থাকবে ঢাকা,টাকা লাগে সে বস্তা ভরা
পাথরে গড়া শহরে,চলে কত গাড়ি ঘোড়া;
     দীনের নেই ঠাঁই,দাম সেখানে
     নেই মমতা কারো হৃদয় কোণে
মেলে অবহেলা গ্লানি,স্বপ্ন যত হয় গুঁড়া।

     লিমেরিক ছন্দ:ক ক খ খ ক