(জাপানে প্রচলিত ‘হাইকু’
জাপানি কবিতা)
এক
ঝরলে বৃষ্টি
পৃথিবী দোলে হর্ষে
লাগে যে মিষ্টি।
দুই
চলছি রথে
ভিন্ন পথে, ফিরবো
একই পথে।
তিন
আঁখি তোমার
সমুদ্র যেন, ডুবি
সে বার বার।
চার
গল্প কবিতা
বর্ষ পরেও, বলে
অনেক কথা।
পাঁচ
অলিরা এলো
খেতে ফুলের মধু
বাসেও ভালো।
ছয়
বৈশাখী ঝড়ে
ভেঙ্গে পড়ে আকাশ
সবাই ডরে।