পথ চলতে চলতে
ভাবি,আমার এ পথ চলা
হলো বুঝি এবার শেষ;
এতটুক ঠাঁই পেতে
পেয়েছি শুধু দুঃখ জ্বালা
ঝরে গেছে,নেই স্বপ্ন রেশ।
লোভ,হেসে হেসে বলে
দূর বোকা!স্বপ্নসীমা তো দূরে
এখনো পথ রয়েছে বাকি;
সে লুকিয়ে অন্তরালে
ঐ দিগন্তে রাস্তার ওপারে
চুপটি করে বসে সুখপাখি।
আবার ঐ পথ চলা
কত বাঁধার পাথর সরিয়ে
আঁধার পালিয়ে পথ চলি;
পথে শুধু ছল খেলা
এগোই পিছুই ভয়ে ভয়ে
ঠাঁই নেই;খুঁজি অলি গলি।
কেউ বলে,যাও বামে
পরে ডানে,তারপর মাঠ
পরে পাবে স্বপ্ন সরোবর;
শ্রান্ত,যাইনি তবু থেমে
মাড়াই কত উপদেশ পাঠ
এখনো আমি ঐ যাযাবর।
রচনাকাল:২০১১