বাড়ির পাশে দ্যাখো দাঁড়িয়ে ঐ বৃক্ষটি
সবুজ পল্লবে সজ্জিত
সরু সরু কত ডালপালা;
প্রতিদিন দেখি সেথা পাখিদের ভিড়
দেখি কপোত কপোতীর
লুকোচুরি আরো প্রেম খেলা।
আমাদের সাথী ওরা, বড় ভালোবাসি
বড়ই নিরীহ শালীন
ওরাও হাসে কাঁদে কখনো;
বাঁচতে আমরা নিয়ত লই যে শ্বাস
টানি সে অম্লজান( O2), ছাড়ি
কার্বন গ্যাস( CO2), সবাই জানো।
এ বৃক্ষরাজি বিলায় কত ফল মূল
শোষেও নেয় এ বিষাক্ত
বিষ, নির্গত মরণ বায়ু;
আর আমরা টানি জীবন রক্ষায়
উচ্ছিষ্ট তার অম্লজান
আমাদের ঐ জীবন আয়ু।
ওরা আছে পাশে তাই তো আছে এ প্রান
মেতে থাকি আনন্দ রঙে
উচ্ছ্বাস কামড়ে এ জগতে;
একটু দণ্ড না হয় দিলেম তাদের
একটু তবে পরিচর্যা
ভালোবাসা জল প্রতি প্রাতে।
চলো ধরে রাখি এ সবুজ আশে পাশে
বৃক্ষেরও আছে জীবন
ওরা আছে তাই যে আমরা;
আর নয় গো নিধন, ওরাও বাঁচুক
সবুজে ভরে দিই দেশ
রক্ষা করি এ বিপন্ন ধরা।
বিশ্ব পরিবেশ দিবসে
জুন ৫, ২০১৪