যেন কণ্টকে আবৃত এ দুনিয়া
ধাবমান চারিদিকে মৃত্যুছায়া;
হৃদশূন্য দৃশ্যমান কিছু কায়া
ছল চাতুরী আর ভণিতা মায়া
নেই মানবতা,যেন নেই হায়া।
মানুষের কত না দুর্দিন আজ
পৈশাচিক বর্বরতা,শুধু কাজ;
প্রসাধন মেখে মিথ্যে সাধু সাজ
অন্তরে মাখা ভণ্ডামি রঙবাজ
যেন শূন্য কলস,মাথায় তাজ।
জঘন্য সে অত্যাচার সবলের
ঊর্ধ্বশ্বাস উঠেছে যে সকলের;
রক্তখেলার এ রাজত্ব ক্রোধের
কোথাও নেই গীত মালা প্রেমের
প্রভু,তুমি যেন শুধু আমাদের।
হিংসা ক্রোধ আর এ লোভ লালসা
ঝড় খরা সে সুনামি প্রাণ নাশা;
কেড়ে নিয়েছে যেন সবার দিশা
অপ্রেম কলুষে মানুষের নেশা
প্রভু,একমাত্র তুমিই ভরসা।
কখন যে পাবে সবে অবসর
হবে শান্তি ছায়া সে ক্ষুদ্র পরিসর;
হৃদয়ে বাঁধবে সে ঐ স্বপ্নঘর
আসবে আবার ঐ প্রেম প্রহর
হবে উদ্ধার,হে আল্লাহ ইশ্বর !
রচনা কাল:২০১৩