হয়েছি আমরা শহর পাগল
অবহেলিত তাই ঐ গ্রাম;
বড় হয়েছি যেথা শস্য শ্যামল
সবুজে ঘেরা সে শান্তি ধাম।
নেই যেথা স্নেহ ছোঁয়া চারিপাশে
চলো তবে যাই গাঁয়ে ফিরি;
ভরে গেছে হেথা শুধু দীর্ঘশ্বাসে
শান্তি ছায়া গিয়েছে ছাড়ি।
কি সুন্দর আমার শ্যামল বাংলা
দেখি না পাথরের শহরে;
সদা করি সে গাঁওকে অবহেলা
করি শান্তি ভান সব ছেড়ে।
সেথায় আমার কত আপন জন
আছে ভালোবাসা প্রীতি;
কত অকৃত্রিম মমতার বন্ধন
জুড়ায় মন, ফাটে না ছাতি।
গরীব ওরা, মন সরল সোজা
প্রেম রসে ভরা যে হৃদয়;
এখানে আছে শুধু হিংসার বোঝা
কারও সহায় কেহ নয়।
চলো আজি আমরা সবাই তবে
ফিরে যাই দূরে সে ঐ গ্রামে;
যেথায় মুক্ত আকাশ বাতাস রবে
মিলে মিশে রবো স্বর্গভূমে।
রচনা কাল:২০১২