এ আকাশ বাতাস বা সে পাতাল মাটি
আর এতো মানুষের ভিড়ে
হানা দেয় মৃত্যু চুপিসারে
যেন পৃথিবীটা মরণ ফাঁদের ঘাঁটি।
যখনই আসে হেথা সে ঐ বর্ষাকাল
বন্যা করে কত সর্বনাশ
মানুষ পশুর রুদ্ধ শ্বাস
কাড়ে অন্ন আবাস,ঢেলে মহা আকাল।
এ সংসার সিন্ধু তবু হতে হয় পার
পাহাড় সম বাঁধার বোঝা
মানুষের কেন এত সাজা
কে দেয় মানুষে এতো বিড়ম্বনা ভার ?
নাকি আজ এ পৃথিবী হয়েছে কৃপণ
দেখে চারিদিকে রক্ত খেলা
মানুষে মানুষে দ্বন্দ্ব হেলা
ছিঁড়ে ফেলতে চায় যে সকল বাঁধন।
নাকি পৃথিবী তবে কাঙাল,ভান্ড শূন্য
নদী ঝর্ণা ধারা তাই কঙ্কাল
মাঠে কৈ বন,সবুজের আকাল
কেন এ বিজয় দামামা,সবি তো চূর্ণ।
কেউ আছো ধরার বুকে মহান বীর
করবে স্তব্ধ,জয় উল্লাস
করবে নাশ ব্যঙ্গ উপহাস
সবলের;হবে নিঃস্বের উন্নত শির।