‘জীবন যুদ্ধ’ তবে এরই নাম
খুঁজে বেড়ায় অন্ন ঐ ডাস্টবিনে;
কি রাত আর দিন ঝরায় ঘাম
চলে না জীবন শত ঘানি টেনে।
সোনার এ ফসল ফলালো যারা
টাকার সে পাহাড় গড়লো কে বা;
মূল্য পায় না বোকা কৃষক তারা
না ফসলের দাম,নিজের সেবা।
ঘুরায় মিলের চাকা শ্রম দিয়ে
জ্বলে না চুলা,শূন্য তাদের হাঁড়ি;
না পায় কিছু ঘামের বিনিময়ে
মালিকের তবে হয় গাড়ি বাড়ি।
যারা নেতা রাতারাতি পেলো ধন
ভাসলো দীন দুখী চোখের জলে;
‘গণতন্ত্র চাই’ চেঁচায় জনগণ
ওরা পেল ধন কোন্ তন্ত্র ছলে ?
রচনা কাল:২০১০