বিধি তুমি হলে মহান কারিগর
বানিয়ে এই হৃদয় ঘর
নেই তুমি,আমি যেন পর
তুমিই তো পৃথিবীর মস্ত যাদুকর।
কাউকে রাখ ঐ সে রাজ প্রসাদে
কাউকে তব হৃদ কাননে
কাউকে সে গহীন অরণ্যে
আবার কেড়েও নাও কোন অপরাধে।
না এক কড়ি,কারো আবার অর্থ পাহাড়
দুস্থে কৈ দয়া,ঐ হাহাকার
দুর্বলে সবলের অত্যাচার
পারলে কৈ বদলাতে মানব আচার ?
তুমি জান কত যে আজব কারিগরি
তুমি বড় দয়ার সাগর
কাউকে দাও শান্তি দুয়ার
আবার কেড়ে নাও অন্ন, এ ঘরবাড়ি।
বিধি কেন তবে এমন নিষ্ঠুর আড়ি
মায়ার বাঁধনে বেঁধে তুমি
মা আর আমার জন্মভূমি
পাঠিয়ে দাও কোথাও,এ সবই কাড়ি।
আবার ঐ নীল আকাশের বুক চিড়ে
কেউ বা দেয় বিদেশে পাড়ি
যোগাতে অন্ন সে অর্থকড়ি
সাধ্য কার তোমার মন বুঝতে পারে।
(কবি বন্ধু শিবেন চন্দ্র দাসের কবিতা;
লেখালিখিতে নূতন। আমাকে পোষ্ট
করতে বলেছেন।)