মনে হয়,তোমরা কেউ নেই ভালো
মেঘে ঢাকা ঐ নীল আকাশ
বিষাক্ত যেন এ আশপাশ
ফুরফুরে নির্মল বাতাস,কোথা গেলো ?
মনে হয়,তোমরা কেউ নেই ভালো
শুনি না কোকিল কুহুতান
নেই মৌ-ফুলের সুরগান
কখনো তবে আগে,এমন না ছিলো।
মনে হয়,তোমরা কেউ নেই ভালো
বইতো কল কল সে বহতা
বৃক্ষেরা আর বলে না কথা
কঙ্কাল নদী,মুখখানি দেখায় কালো।
মনে হয়,তোমরা কেউ নেই ভালো
পুকুরে যে নেই আর মাছ
বাড়িতে নেই মুরগী হাঁস
কোথায় ওরা,কি ফাঁদেই না পড়লো ?
মনে হয়,তোমরা কেউ নেই ভালো
বাসন্তী ছিল এ জীর্ণ ঘরে
বল্লো না ‘তা এতদিন পরে’?
নেই যে কেউ;শুধু পড়ে আছে ধুলো।
মনে হয়,তোমরা কেউ নেই ভালো
বটবৃক্ষ তল শ্মশান খালি
নেই বাউল গীত ভাটিয়ালী
কে আর তবে জ্বালাবে হৃদয়ে আলো ?