(জাপানে প্রচলিত ‘হাইকু’
    জাপানি কবিতা)

      এক
  দুঃখার্ত হলে
এমনই তো হয়
  রোদ্দুর গেলে।

      দুই
  কি দাবদাহ
অস্থির গরীবেরা
  এ তো প্রত্যহ।

      তিন
  শীতেই বৃষ্টি
মরু অঞ্চলে শুনি
  ঋতুর ফষ্টি।

      চার
  এই জীবন
কচু পাতার পানি
  দণ্ডে মরণ।

      পাঁচ
  মেঘ আকাশে
যদি হয় তুফান
  কি লাভ হেসে ?

      ছয়
  এলো বসন্ত
ভ্রমরের গুন গুন
  খুশী অনন্ত।