এক
চারিপাশে কত স্বজন
কে তবে তোমার আপন ?
কেউ নেই মা’র সমান
অতি প্রিয় আপনজন ।
দুই
তুমি যাকে আপন ভাবো
সে কি ভাবে জানো ?
আর সে যাকে পর ভাবো
কাছে টান না কেন ?
তিন
প্রেমে পড়ে কেউ হাসে
রঙিন স্বপনে ভাসে;
কেউ কাঁদে পরিশেষে
অলক্ষ্যে আর তমসে।
চার
সুখ উড়ে যায় যেন পাখি
জলে ভরে যায় দু’টি আঁখি।
ভালোবাসা আর প্রেম যত
কাছে গেলে দূরে যায় তত।
পাঁচ
সময় বড় নির্মম নিশ্চুপ
কেড়ে নেয় জীবনের সব;
স্তিমিত হয়ে পড়ে রঙরূপ
কখনো কাড়ে, উবে বৈভব।