স্বপ্ন কি শুধু মানুষেরাই দেখে
   নাকি বনের ঐ পশুরাও ?
উড়ছে পাখিরা গগনের বুকে
   স্বপ্ন কি তবে দেখে তারাও ?

কোমরে ব্যথা আরও শ্বাসকষ্ট
   সংসার সমাজে কত বৃদ্ধ;
খেলনা ঘোড়া সেজেও হয় তুষ্ট
   এ রঙরসে স্বপ্নও আবদ্ধ।

নেই তখন তাদের কষ্ট ক্লান্তি
   চায় ঘোড়া হতে সারাক্ষণ;
পিঠে শিশু সওয়ারী,মিলে শান্তি
   ইচ্ছে, রয় ঘোড়া আজীবন।

হৃদে স্বপ্ন, এমনি ঘোড়ায় চড়ে
   শিশুরা করুক যুদ্ধ জয়;
ঐ পরকালে বসেও দোয়া করে
   হোক এ জীবন সুখময়।

পশুপাখি এতে তবে কম কিসে
   মুখে মুখে খাওয়ায় অন্ন;
বুঝে ভালো মন্দ, তাই স্বপ্নাবেশে
   করে এমন, ওরাও ধন্য।

দেখেছো কি কান্ড,প্রসবের পরে
   এ ধরায় কত শত প্রাণী;
চাটে নবজাত, কত স্নেহভরে
   ওদেরও আছে প্রেমখনি।

           রচনা:২০১০