পৃথিবীটা যেন একদম গেছে পাল্টে
পরের তরে ভাববার নেই সময়;
দুর্ভোগে দীনতায় জীবন গেছে উল্টে
তবু শুনি,উন্নত নাকি ধরা বলয়।
কত শৈশব খেয়ে যাচ্ছে ঐ হাহাকার
নিভে যাচ্ছে প্রদীপ,কারো নেই খবর;
কারো ভেজা আঁখি কারো সে সুখ পাহাড়
ষড়রিপুতে আক্রান্ত হৃদয় সবার।
হাসি নেই মুখে,সদা চিন্তিত জীবন
আপদ বিপদে মানুষ যেন পাগল;
এ নাকি অধুনা যান্ত্রিকতার ভুবন
মনে হয় আদিম বর্বরতার ছল।
মানুষ গেছে ভুলে সকল ধর্ম কথা
প্রেমে প্লাবিত পৃথিবীতে রয় না ব্যথা।
চতুর্দশপদী কবিতা