আপাদমস্তক শীতের কাপড়ে ঢাকা
হিমেল কুয়াশায় পথ চলি;
ঐ রাজপথে লোকগুলো কুঁকড়ে থাকা
তাকায় যে করুণ দৃষ্টি ফেলি।
মনে হয় তখন,আমিই যেন রাজা
হেঁটে যাচ্ছি ওদেরে পায়ে দলে;
ওরা যেন সবি,ভিক্ষুক গরীব প্রজা
ভাসেও চিরদিন অশ্রুজলে।
অবচেতন মনে,চিন্তার হয় উদ্রেক
কেন যে নেই এই মানুষের;
শীতে বস্ত্র,রাতে শোবার ঝুপড়ি এক
কেন নেই কেহ এ গরীবের ?
আরও এমনি কত প্রশ্ন জাগে মনে
বিধির তো সবি আগেই জানা;
দুঃখ জ্বালা লুকোচুরি খেলে এদের সনে
কেন তবে দেয়া জীবনখানা ?
মৃত্যুদূত বারে বারে যে মুচকি হাসে
কখন করবে সে মহোৎসব;
আর এরা,মেতে রয় জীবন সংঘর্ষে
বুঝে না নিয়তির ছল এসব।