যখন একটি সে কুঁড়ি নেয় জনম
একটি পাতা ঝরবেই ঝরবে;
জন্ম মৃত্যু এই তো প্রকৃতির ধরম
এ যোগ বিয়োগ চিরদিন রবে।
বাগে যখন ফুটে নূতন এক ফুল
অন্য ফুল নির্লিপ্ত হবেই হবে;
নির্মম প্রকৃতি কখনো করে না ভুল
যোগ বিয়োগ অঙ্কে মেতেই রবে।
যখনই পেলে তুমি সুখ অনুভব
পথ বাঁকে লুকিয়েই থাকে কাঁটা;
শত দুখ এসে করবেই কলরব
যোগ বিয়োগে পড়বে না যে ভাটা।
যে মুখটি উঁকি দিলো তোমার বাগানে
সে এক করুণ বিদায় বারতা;
শূন্যতা হবেই সৃষ্টি কারো নির্গমনে
নিখুঁত সে যোগ বিয়োগের পাতা।
রচনা:২০১২