কেন যে এ দুনিয়াটা এত স্বার্থপর
স্বার্থ হাসিল হলেই মেলেনা যে কেউ;
মনে হয় জীবন যেন বালির ঘর
রয় না আর চিহ্ন এলে জীবন ঢেউ।
হৃদয় কোণে যাকে দিই একটু স্থান
করে প্রস্থান শেষে,সবি পুড়িয়ে দিয়ে;
এসব ভাবতে গেলে হই যে অজ্ঞান
এত যন্ত্রণা কেন এ জীবন বলয়ে।
স্বার্থের জন্যে মানুষ সাজে বহুরূপী
এমনি দুর্ভেদ্য এ অদ্ভুত বসুন্ধরা;
করে ভণিতা মানুষ,প্রেম মালা জপি
দেখায় হৃদয়ে কত জানি প্রেম ভরা।
কখনো যদি হয় আবার স্বার্থহানী
সামনে আসে সে কুৎসিত রূপখানি।
চতুর্দশপদী কবিতা