এ পথ চলতে
যেন অজান্তে বেলা গেলো,সন্ধ্যা হলো
একটু পরেই হবে রাত;
হারিয়েছি মুখ শত,আঁকা স্বপ্নগুলো
পেয়েছিও প্রেম,কত ঘাত।
যখন ধরায়
এসেছিলাম আমি একদমই একা
খেলেছি নানা রঙের খেলা;
করেছি শঠতা দিয়েছি মানুষে ধোঁকা
কত ঘৃণা ক্রোধ অবহেলা।
কতটা পেয়েছি
কতটুকু তবে মানুষে দিয়েছি প্রেম
নাকি দিয়েছি শুধুই ক্ষত;
হিসেব করিনি কি পেলাম কি দিলেম
কত বেলা হয়ে গেল গত।
বিদায় লগনে
ভাবি বসে ক্ষণে ক্ষণে,এ পথের শেষে
এবার যে বিদায়ের পালা;
যেতেই হবে একা,রবে না কেউ পাশে
হয়ে যাবো ঐ মাটি ঐ ধুলা।