চারিদিকে শুধু ‘সালাতু সালাম’ ধ্বনি
পৃথিবীর বুকে এলো যে সেদিন
প্রিয় নবী মোহাম্মদ রত্নমনি।
আসমান জমিন জানায় শ্রদ্ধাঞ্জলি
নূর প্লাবনে প্লাবিত যে সাহারা
উচ্ছ্বসিত ঐ মক্কার অলিগলি।
বারই রবিউল আউয়াল সোমবার
উজ্জ্বল অতি, একটি সে নক্ষত্র
এলো যে কোলে মাতা আমিনার।
আগমনে তাঁর হেসে উঠে এ পৃথিবী
এলো ধুলায় যে মাশুক এলাহী
মানবের মুক্তি পথের সে রবি।
আবার এ দিনেই কাঁদে এই ভুবন
অগনিত হৃদয়ে ভরিয়ে আলো
অদৃশ্য; কেঁদে উঠে মাটি গগন।
পরশে তাঁর ভরে এ ধরা ফুলে ফলে
ছড়িয়ে পড়ে, নয় শুধু সুবাস
জ্ঞান প্রেম সহিষ্ণুতাও ভূতলে।
জানুয়ারী ১৩, ২০১৪