এক
কখনো কাটে নি আমায় জানোয়ার
যদিও কখনো উপবাসী;
দিই দুধ ভাত করি যতন তাহার
কাটে তবু ঐ সে মানুষই।
দুই
করি বাস এই মরু প্রান্তরে
দেখি কত সে মরীচিকা;
আমি কত যে ভালোবাসি তারে
তবু তেমনি আমি একা।
তিন
পাশে যখনই তুমি নেই
আছে সঙ্গ দিতে কত বই;
কখনো দুখ কান্নায় ভাসি
মানায়ও তারা হাসি হাসি।
চার
মা চুমু খেয়ে বলেন, বাবা সোনা
হও ভালো কর্মে, আচরণে;
আমার মাঝে নাকি দুরন্তপনা
শুনেও শুনি না কিছু কানে।
পাঁচ
ভোটের আগে নেতারা আজকাল
করে বড় গল্প আর হৈ চৈ;
দেখিও সর্বত্র সকাল বিকাল
ভোট শেষে তবে যায় কই ?