যাকে খুঁজে ফিরি এই গভীর অরণ্যে
পাই না যে কোথাও তবে তারে;
পাই না সাড়া ডেকে যাই প্রতিক্ষণে
যেন সে হারিয়ে গেছে গভীরে।
বেদনা লুকিয়ে এগোই,পাই সমুদ্র
পিছে শুনি শহরের গর্জন;
পাশে মানুষ দেখায় অতিশয় ভদ্র
সবাই যেন পর কৈ আপন ?
প্রেম ভালোবাসা দিয়ে যারে কাছে ডাকি
স্বপ্ন আঁকি মাখবো মমতা;
চোখ দু’টি শিশির বন্যায় যায় ঢাকি
আঁধারে ভরে এ জীবন পাতা।
মরীচিকার মতো দূরে ভাসে ঐ আলো
কাছে গেলেই তা কিছুই নেই;
চোখের পলকে সবই হয় যে ধুলো
আজ আর কাল যেন একই।
কখনো ভাবি অতৃপ্ত আমার এ মন
হয়ত পাবে একটু সান্ত্বনা;
হবে পরিতৃপ্ত দেখা দিবে প্রিয়জন
ভুলে যাব সব ব্যথা যন্ত্রণা।