চলে যাবো আমি আমার সে গাঁয়ে
থাকবো না আর ইটের শহরে;
হেথা মানুষ যেন তৈরী পাথরে
মাথা ঠুকে সদা মানুষের পায়ে।
গাঁয়ে সে খড়কুটো, মাটির ঘর
আছে আঙিনায় সব্জির বাগান;
মৌমাছি গায় যে গুন গুন গান
রবো সেথা হোক গে দুখ বালুচর।
রাতে আলো জ্বেলে আসবে জোনাকি
প্রাতে আসবে শান্ত শিশির কণা;
খড় অগ্নি পোহাতে গরীব সোনা
দিনে শুনবো জারী, বাউল কত কি।
হেটেছি সে রাজপথে জন অরণ্যে
মানুষে দেখেছি ক্ষুদ্রতা, নীচতা;
দেখেছি স্বার্থপরতা, যান্ত্রিকতা
চলে যাবো, রবো না আর এখানে।
রচনা কাল:২০১২