কেন এই জন্ম বহুবার
কেন এত কামনা বিদ্রোহ চিৎকার ?
শেষে তো সবি ছাই অঙ্গার
পুনশ্চ স্বপ্ন,জীবন যুদ্ধ বহুবার।
কেন তবু মধুকর ঘুরে
বর্ণিল সে বসন্ত ফুলের প্রেমডোরে ?
পাঁপড়ি সব যখন ঝরে
অদৃশ্য অনলে আবার হৃদয় পুড়ে।
তেমনই বার বার দেখি
কাশবনে পল্লবের বাঁকে ঐ জোনাকি;
হৃদয়ে জ্বালি অগ্নি ফুলকি
প্রেম দোসরকে করে কত ডাকাডাকি।
নশ্বর জীবনে তবু আশা
অমরত্বের জন্যে মানুষের প্রত্যাশা;
চায় আরো প্রেম ভালোবাসা
কেউ ভাবে না মহাকাল আড়ালে বসা।
তবু সবি পৃথিবীর টানে
ফিরে আসে বারংবার মায়ার ভুবনে;
ফেলে দীর্ঘশ্বাস ক্ষণে ক্ষণে
মৃত্যু গহ্বরও চেয়ে তৃষ্ণার্ত নয়নে।