নারী আর পুরুষ শ্রেষ্ঠ সৃষ্টি
এই সুন্দর পৃথিবী ‘পরে;
পশু ও পাখি যাই বলো ভাই
মানুষই সবার উপরে।
অপূর্ব সৃষ্টি এই নারী জাতি
শুধু কি বংশ রক্ষার তরে ?
সকল নারীর সেরা এ নারী
দেয় যে সদা সঙ্গ তোমারে।
তার চেয়েও সেরা সেই নারী
করে গর্ভে লালন আদরে;
সালাম ও শ্রদ্ধা জানাই মাগো
তুমিই মা সবার উপরে।
(কবি বন্ধু শিবেন চন্দ্র দাসের কবিতা;
লেখালিখিতে নূতন।
সকলের মতামত জানার আগ্রহী।)