মানুষেরা আর কতকাল
থাকবে সে অপেক্ষায়;
কবে ঐ সে রোদেলা সকাল
হবে চারিদিকে হায়।
বইবে আরো মৃদু বাতাস
মেঘলা এ সন্ধ্যা নয়;
চারিপাশে শুধু প্রেমশ্বাস
আর এ আঁধার নয়।
আর নয় সে কালো পতাকা
নয় আর রক্ত খেলা;
উড়বে ঝান্ডা শান্তি ছবি আঁকা
সর্বত্র হবে রোদেলা।
কেন যে মানুষ বদলায়
তছনচে মানুষ মাটি;
সবার কষ্টেই যে শান্তি পায়
রচে ধরা যুদ্ধ ঘাঁটি।
প্রেমের নামই তো জীবন
ঔদ্ধত্ব বহে ধ্বংস;
এসো সবাই করি সে পণ
বিলাই সে প্রেমপুষ্প।