বীর বাঙালীরা আনলো বিজয়
ঐ একাত্তরের এই ডিসেম্বরে;
পেলো পতাকা এ পৃথিবী বলয়
জনতা তাই উল্লাসে ফেটে পড়ে।
এ প্রজন্ম,দেখেনি তান্ডব প্রহর
শুনেনি সে দিনের ঐ চিৎকার;
দেখেনি লক্ষ লাশ,রক্ত সাগর
কেমন সে দাহ,আপন হারাবার।
দ্যাখো,আজ জাতীয় প্যারেড মাঠে
মুক্তিযোদ্ধাদের অমূল্য ফসল;
‘লাল সবুজে’ সবার হৃদয়পটে
অঙ্কিত,গিনেসেও পেল দখল।
সাতাইশ হাজার কিশোর তরুণ
মনোহর মানব পতাকা রচিলে;
প্রজন্ম হয়েছে উচ্ছ্বসিত দারুণ
সূর্য পানে তা হাসে যবে মুখ তুলে।
ডিসেম্বর ১৬,২০১৩